শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

কামারজানীতে গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটপাটের প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

কামারজানীতে গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটপাটের প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কড়াইবাড়ী সরকারি আশ্রয়ন প্রকল্পে নির্মিত গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটে নেয়ার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় কামারজানী বন্দরের তিন মাথায় কমিউনিস্ট পার্টি কামারজানী শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, কামারজানী শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য এমদাদুল হক মিলন, কামারজানী শাখার নেতা আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম, ছায়দার আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে গুচ্ছগ্রামের ঘরবাড়ি লুটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান ও লুট করা ঘরবাড়ি উদ্ধারের দাবি জানান। সমাবেশে সয়াবিনের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান এবং অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান।

এর আগে একটি বিক্ষোভ মিছিল বন্দর প্রদক্ষিণ করে।