শিরোনাম
অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র

কারফিউ ভাঙা, সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে গ্রেপ্তার

শ্রীলঙ্কায় সহিংসতার জেরে গ্রেপ্তার ২৩০

শ্রীলঙ্কায় সহিংসতার জেরে গ্রেপ্তার ২৩০

শ্রীলঙ্কায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁদের বিরুদ্ধে ৯ মে থেকে কারফিউ লঙ্ঘন, জনসাধারণের ওপর হামলা, সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংসের অভিযোগ রয়েছে। খবর ডেইলি মিরর শ্রীলঙ্কার।

পুলিশের মুখপাত্র এএসপি নিহাল থালদুওয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬৮ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন পশ্চিমাঞ্চলীয় প্রদেশের, ৪৩ জন দক্ষিণাঞ্চলীয় প্রদেশের, ১৭ জন মধ্য প্রদেশের, ৩৬ জন উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের, ৪৭ জন উত্তর-মধ্য প্রদেশের, ১৩ জন সাবারাগামুওয়া ও ২ জন উভা প্রদেশের।

পুলিশ গতকাল রোববার কয়েকজনের ছবি প্রকাশ করেছে। পুলিশ তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে জনগণের সহায়তা চেয়েছে। পুলিশ বলছে, তাঁদের মধ্যে ৯ মে গালে ফেইস ও কোল্লুপিতিয়ায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলাকারীরাও রয়েছেন। 
৯ মে বিক্ষোভকারীদের ওপর এ হামলার ঘটনায় সরকার পক্ষের ওপরও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত হন। আহত হন তিন শতাধিক। ওই দিনই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
পরদিন ভোরের আলো ফোটার আগেই সেনা পাহারায় কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপক্ষে। এর আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন।
ওই দিনের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনাটি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন কলম্বোর এক ম্যাজিস্ট্রেট।
নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর রাজাপক্ষে পরিবারের সমর্থকদের হামলায় উসকানি দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে দায়ী করেন বিক্ষোভকারী ও দেশটির ধর্মীয় নেতারা। এর জেরেই মূলত পাল্টা হামলা শুরু হয়।