শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

স্পেনে দাবদাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু

স্পেনে দাবদাহে তিন দিনে ৮৪ জনের মৃত্যু

স্পেনে গত ১০ জুলাই থেকে ৩ দিনে দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট শুক্রবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয়কে এ রিপোর্ট জানায়।

রিপোর্টে উল্লেখিত ব্যক্তিরা ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ে মারা গেছেন। দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়াকে এই মৃত্যুর জন্য দায়ী করা হয়। এমনকি দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

দাবদাহ আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ জুন থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

কর্তৃপক্ষ লোকদের বেশী বেশী পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতোটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।