আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ৪র্থ পুনর্মিলনী ঈদ উল আযহার ৩য় দিন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠের সকল প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পুনর্মিলনীর দিনটি, শৈশব-কৈশরের বন্ধুদের মিলনমেলায় আরও একবার একত্রিত হবে প্রাক্তন শিক্ষার্থীরা।
আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি রাশেদ হাফিজ মুক্তি অনলাইনকে জানান, ‘২০১০ সাল থেকে প্রতি চার বছর পর পর শিশু নিকেতনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার ৪র্থ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে।‘
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফ উল আনোয়ার জানান, ‘নানাবিধ ব্যস্ততায় শৈশব-কৈশোরের সহপাঠীদের সাথে অনেকেরই আর যোগাযোগ থাকে না। পুনর্মিলনী পুরনো সেইসব বন্ধুদের যোগাযোগের সুযোগ করে দেয়।
সকল ব্যাচের একত্রে পুনর্মিলনী হওয়ায় সকলের মধ্যে যেমন ভাতৃত্বের বন্ধন দৃঢ় হয়, তেমনি নানাবিধ প্রয়োজনে একে অপরের সহযোগিতার পথটাও উন্মুক্ত হয়।‘
এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, ‘পুনর্মিলনী আয়োজনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনের কাজ শুরু হবে। আশা করছি এবার প্রায় ১৫০০ প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণ করবেন।‘