শিরোনাম
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও সংবিধানের মূল ভিত্তির উপর আঘাতকারীদের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান সিপিবির প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র স্মরণ সভা ছাত্র-জনতার অভ্যুত্থান’এ উত্তরার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় সন্তানের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন অভিভাবকবৃন্দের শোক সমাবেশ কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা

গাইবান্ধায় শিশু নিকেতন এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রাসেল সভাপতি, সজ্জন সাধারণ সম্পাদক


গাইবান্ধায় শিশু নিকেতন এলামনাই এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ এলামনাই এসোসিয়েশন এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
১২ জুলাই স্কুল প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি ও ৪র্থ পুনর্মিলনীর দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালীর মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। স্মরণিকা প্রকাশ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আতশবাজী, নতুন কমিটি নির্বাচন, কনসার্ট ও র‍্যাফেল ড্রর মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।
গৌরবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজ ও গভর্নিং বডির সভাপতি শাহ্জাদা আনোয়ারুল কাদির, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাজহারউল মান্নান এবং বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোঃ জাহেদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুনর্মিলনীতে এসএসসি ১৯৮৭ থেকে ২০১৯ ব্যাচের সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে অংশ নেয় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করে এসএসসি ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে রাশেদুল হাফিজ রাসেলকে সভাপতি, শরিফ উল আনোয়ার সজ্জনকে সাধারণ সম্পাদক এবং ওয়াহিদ মঞ্জুর সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে ৯৩ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদের এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।