বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে সারের মুল্য বৃদ্ধি, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি এবং সারের দাম বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক সমিতি জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছাদেকুল ইসলাম মাষ্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ আদিল নান্নু, সহ-সভাপতি সুবাস শাহ রায়, সহ-সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জাহাঙ্গীর মন্ডল, আসাদুল ইসলাম, রিপুল মিয়া প্রমুখ।
