ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ

ঢাকার জাতীয় প্রেসক্লাবে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, রুহুল কবির রিজভী, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, মহানগর বিএনপির ইশরাক হোসেন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষকদলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বক্তব্য রাখেন।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, “দেশে নাকি মানুষের মাথাপিছু আয় বেড়েছে দুই হাজার ৮‘শ ৮২ টাকা…কার কী আয় বেড়েছে আমি জানি না।

“তবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাথাপিছু আয় বেড়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই,আওয়ামী লীগের বাইরে যারা আছে তারা যে না খেয়ে আছে এতে কোনো সন্দেহ নেই।”