শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

চাঁদপুর জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত

কৃষ্ণা সাহা সভাপতি, জহির উদ্দিন বাবর সাধারণ সম্পাদক


চাঁদপুর জেলা উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত

শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে- এ প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের দ্বাদশ সম্মেলন ১৩ মে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামাপদ ঘোষ ভুলু।

উদ্বোধনী পর্ব শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। এরপর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে লুটপাটতন্ত্র চলছে।গণতন্ত্রহীনতায় আজ দেশ এগুচ্ছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও কার্যত কোন ভূমিকাই সরকার রাখছে না। সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি আজ ভয়ঙ্করভাবে রয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টানা হচ্ছে না। বরং পুরো দেশ গভীর সংকটে হাঁটছে। এমনভাবে চলতে থাকলে দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে চলে যাবে।

তিনি আরও বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে কোন কাজই করছেনা বরং শিল্প - সাহিত্যে বরাদ্দ কমিয়ে দিয়ে মসজিদ-মন্দির নির্মাণে বেশ উৎসাহী। যা বিগত সরকারগুলো এমন বিসদৃশ কাজগুলো করেনি। সবশেষে তিনি বলেন, এমনতর পরিস্থিতিতে উদীচীকে বিপ্লবী কাজে অংশ নিতে হবে। উদীচীকেই মানবমুক্তির লড়াই সামনের কাতারে থেকে ভাবাদর্শগত সংগ্রামকে জোরদার করতে হবে। তাই উদীচীকে আরও শক্তিশালী করে হবে।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডীর সদস্য আরিফ নূর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুূদেব মজুমদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন ও লক্ষীপুর জেলা আহবায়ক শিব প্রসাদ নাথ।

 আরও বক্তব্য রাখেন, মতলব উদীচী শাখার সভাপতি মো.রোকনুজ্জামান, শাহরাস্তি উপজেলার সহ সভাপতি এ কে এম জসিম উদ্দিন জনি, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুগল কৃষ্ণ হাওলাদার, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক।

সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কৃষ্ণা সাহাকে সভাপতি, জহির উদ্দিন বাবরকে সাধারণ সম্পাদক ও মৈত্রী দত্তকে কোষাধ্যক্ষ করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।