শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

রংপুর যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত

রংপুর যুব ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত

১৩ মে বাংলাদেশ যুব ইউনিয়নের রংপুর জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেজবাহ্ উদ্দিন এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সজীব পাল।

সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ বলেন, ‘একদিকে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অন্যদিকে সীমাহীন বেকারত্বে সাধারণ মানুষ আজ দিশেহারা। করোনাকালীন কঠিন পরিস্থিতিতে পরবর্তী যখন নতুন করে তিন কোটি বেকার যুক্ত হয়েছে এবং বাংলাদেশের যুব শক্তি মুখ থুবড়ে পড়েছে। এমতাবস্থায় দেশ ও জাতি অদূরেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলছে।

সভা থেকে কর্মক্ষম যুব শক্তির কর্মসংস্থানের দাবিতে যুব ইউনিয়নের ৯ দফার ভিত্তিতে বৃহৎ আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ২৬ মে জাতীয় যুব সমাবেশ সফল করতে এবং কোটি যুবকের আওয়াজ বাংলাদেশের প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নেতা কর্মীদের সুসংগঠিত হওয়ার আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি