শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

আপাতত টুইটার কিনছেন না মাস্ক

আপাতত টুইটার কিনছেন না মাস্ক

আপাতত টুইটার কিনছেন না টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। শুক্রবার এক টুইটে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

মাস্ক জানিয়েছেন, টুইটারের স্পাম বা ভুয়া অ্যাকাউন্টের জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন। টুইটারে ৫ শতাংশের কম স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট, এই তথ্য সুনিশ্চিত করার মতো বিশদ তথ্য এখনও তিনি পাননি।

গত ২৫ এপ্রিল চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনতে সম্মত হন মাস্ক। আগামী কয়েক মাসের মধ্যে এর মালিকানা হস্তান্তর করা হবে বলে জানিয়েছিলেন মার্কিন ধনকুবের। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটি  কিনতে ব্যাংক থেকে বড় অংকের ঋণও নিয়েছেন তিনি। টুইটার কেনার পর ভুয়া অ্যাকাউন্ট মুছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক।

এদিকে, মাস্কের এই ঘোষণার পর টুইটারের শেয়ারের দাম ১৭ দশমিক ৭ শতাংশ কমেছে। কেনার চুক্তি স্থগিতের ব্যাপারে মাস্কের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি টুইটার কর্তৃপক্ষ।