শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সিরিয়ায় ইসরায়েলী হামলায় ৫ জন নিহত

সিরিয়ায় ইসরায়েলী হামলায় ৫ জন নিহত

সিরিয়ার হামা প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত ও একটি শিশুসহ ৭ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে মাসিয়াফ এলাকায় হামলাটি চালানো হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটের দিকে ভূমধ্যসারের তীরবর্তী পশ্চিম বেনিয়াসের দিক থেকে হামলাটি শুরু হয়। 
যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন বেসামরিক আছেন বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর বিস্ফোরণে মাসিয়াফ এলাকার বনে আগুন ধরে যায় আর কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।  
ইসরায়েল কয়েক বছর ধরেই প্রতিবেশী সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যস্থলগুলোতে তারা হামলা চালাচ্ছে বলে দাবি তেল আবিবের। সেখানে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত বাহিনীগুলো মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
এসব বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে সরকারবিরোধী বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও সিরিয়ার সরকারবিরোধী দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আসাদপন্থি বাহিনীগুলোর অস্ত্রের গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়।  
যে এলাকার হামলা চালানো হয়েছে তা সামরিক এলাকা কি না, তা নির্দিষ্ট করে জানায়নি সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।