শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

মারামারিতে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

মারামারিতে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

শনিবার সকালের এই মারামারিতে ফাহিম ও অনিম নামে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ব বিরোধের জের ধরে সকাল ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই মারামারি বাঁধে বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
পুলিশ বলছে, মারামারি বাঁধার পর শিক্ষকরা গিয়ে উভয় কলেজের শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে যায়। দুপুরের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।
সায়েন্স ল্যাবরেটরির পেছনে সেন্ট্রাল রোডে ঢাকা আইডিয়াল কলেজের অবস্থান। আর ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরির দক্ষিণ পাশে।
কলেজ দুটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই মারমারিতে জড়ায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
সাকিব নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তার মেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘টিজ’ করে। তার জের ধরে এই মারামারি বাঁধে।
বেলা ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও কলেজের শিক্ষকরা গিয়ে হাজির হন সেখানে।
ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন  বলেন, “এটা ঠিক সংঘর্ষ নয়। দুই কলেজের শিক্ষার্থীরা ঝামেলায় জড়িয়ে পড়েছিল। পরে শিক্ষকরা গিয়ে তাদের সরিয়ে এনেছেন।”
নিউ মার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, “তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে গেছে।”