আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনা ‘কহে ফেসবুক’

আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনা ‘কহে ফেসবুক’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৪ মে শনিবার আরণ্যক নাট্যদলের ৬২তম প্রযোজনা ‘কহে ফেসবুক’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ নাটকটিতে অভিনয় করেছেন রুবলী চৌধুরী, কামরুল হাসান, আরিফ হোসেন, জোবায়ের জাহিদ, সুরভী রায়, সাক্ষ্য শহীদ প্রমুখ।

প্রযুক্তি নির্ভরতার এই যুগে মানুষের সর্বত্রই দখল করে নিয়েছে ইন্টারনেট। অন্তর্জালীয় যোগাযোগ ব্যবস্থার বিশাল সমুদ্রে ‘ফেসবুক’ একটি জনপ্রিয় মাধ্যম। আমাদের এই দৃশ্যমান জগতের অন্তরালে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ, যা ভার্চ্যুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত।

ফেসবুকের প্রভাবে পরিবার, সমাজ, মানবিক জীবন থেকে আবেগ, অনুভূতি ও ভালোবাসা বিলুপ্ত করে মানুষকে এক কৃত্রিম জগতের বাসিন্দা করে তুলেছে।

‘কহে ফেসবুক’, সেই কৃত্রিম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মনিুষকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর ছোট্ট প্রচেষ্টা।