শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

মাদারীপুরে খাদ্যগুদাম থেকে কর্মকতার লাশ উদ্ধার

মাদারীপুরে খাদ্যগুদাম থেকে কর্মকতার লাশ উদ্ধার

মাদারীপুরে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
কামরুল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খালাশিপাড়া এলাকার নুরুল ইসলাম খালাশীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে চরমুগরিয়া খাদ্যগুদাম কার্যালয়ের ভেতরে শৌচাগারের সামনে কামরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান খাদ্যগুদামের কর্মচারীরা। পরে তাঁরা সদর মডেল থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি আত্মহত্যা করেছেন। কামরুল তাঁর টেবিলে একটি চিরকুটও লিখে গেছেন। সেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। তবুও এটি হত্যা, নাকি আত্মহত্যা, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
কামরুল ইসলাম দেড় মাস আগে চরমুগরিয়া খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি রাজৈর উপজেলা খাদ্য অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।