শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

রবিবার আগরতলার রাজভবনে রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। ২৪ ঘণ্টার মধ্যেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মানিক সাহা। বিজেপির রাজ্যসভার সাংসদ মানিক হলেন ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী। তবে বিপ্লব দেবের মন্ত্রিসভার অনেকেই এই শপথ অনুষ্ঠানে অনুপস্থিত  ছিলেন।
রবিবার সকালে ত্রিপুরা রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চিকিৎসক-সাংসদ মানিক। শপথ গ্রহণ শেষে তিনি জানান, রাজ্যের মানুষের জন্য প্রাণ দিয়ে কাজ করার শপথ নিলেন তিনি।
হঠাৎ করেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব। তার পর ৬৯ বছরের মানিকের নাম ঘোষণা হয়। আচমকা এমন একটা ঘটনায় ত্রিপুরাবাসী তো বটেই, বেশ অবাক হয়েছে রাজনৈতিক মহলও। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন দাঁতের ডাক্তার মানিক। ২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি হন। কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ হন তিনি।
অন্য দিকে, বিপ্লব দেব জানান, এখন দল তাঁকে যে ভূমিকা দেবে সেটাই পালন করবেন। দলই ঠিক করবে তাঁকে কোন জায়গায় রাখা হবে। তিনি শুধু নির্দেশ মেনে কাজ করবেন। নিজেকে বিজেপির অনুগত সৈনিক বলে মন্তব্য করেন ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।