শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

রবিবার আগরতলার রাজভবনে রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব দেব। ২৪ ঘণ্টার মধ্যেই ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন মানিক সাহা। বিজেপির রাজ্যসভার সাংসদ মানিক হলেন ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী। তবে বিপ্লব দেবের মন্ত্রিসভার অনেকেই এই শপথ অনুষ্ঠানে অনুপস্থিত  ছিলেন।
রবিবার সকালে ত্রিপুরা রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চিকিৎসক-সাংসদ মানিক। শপথ গ্রহণ শেষে তিনি জানান, রাজ্যের মানুষের জন্য প্রাণ দিয়ে কাজ করার শপথ নিলেন তিনি।
হঠাৎ করেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিপ্লব। তার পর ৬৯ বছরের মানিকের নাম ঘোষণা হয়। আচমকা এমন একটা ঘটনায় ত্রিপুরাবাসী তো বটেই, বেশ অবাক হয়েছে রাজনৈতিক মহলও। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন দাঁতের ডাক্তার মানিক। ২০২০ সালে রাজ্য বিজেপির সভাপতি হন। কয়েক মাস আগেই রাজ্যসভার সাংসদ হন তিনি।
অন্য দিকে, বিপ্লব দেব জানান, এখন দল তাঁকে যে ভূমিকা দেবে সেটাই পালন করবেন। দলই ঠিক করবে তাঁকে কোন জায়গায় রাখা হবে। তিনি শুধু নির্দেশ মেনে কাজ করবেন। নিজেকে বিজেপির অনুগত সৈনিক বলে মন্তব্য করেন ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।