শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

মুক্তিযুদ্ধকালীন গণকবরের সন্ধান কপোতাক্ষ তীরে

মুক্তিযুদ্ধকালীন গণকবরের সন্ধান কপোতাক্ষ তীরে

ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। রবিবার (১৫ মে) দুপুরে উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।
স্থানীয়রা জানান, খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো তুলে রাখেন সেখানে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘নদী খনন করার সময় এগুলো পাওয়া গেছে। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পেয়ে হাড় ও খুলিগুলো সাজিয়ে রেখেছে। এখনও ওই অবস্থায় আছে।’
বয়োজ্যেষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাক বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটি তার একটি।’
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটা সংরক্ষণের ব্যবস্থা করবো।’