শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ওয়েব সিরিজে কমিউনিস্ট নেতা জ্যোতি বসু

ওয়েব সিরিজে কমিউনিস্ট নেতা জ্যোতি বসু

উপমহাদেশের প্রখ্যাত বাম নেতা প্রয়াত জ্যোতি বসু। তিনি একটানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তাকে নিয়ে তৈরি হতে যাচ্ছে ওয়েব সিরিজ। এটি পরিচালনা করবেন নির্মাতা অরুণ রায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে নির্মাতা অরুণ রায় মুখ না খুললেও তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বরাবরই বাঙালির অতীত গর্বকে পর্দায় তুলে ধরতে ভালবাসেন অরুণ। ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো সিনেমা তার উদাহরণ।
এবার তিনি বেছে নিয়েছেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে। যার ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার সঙ্গে অন্য কোনো কমিউনিস্ট নেতার তুলনা এ দেশে চলে না।
টালিউডে জোর গুঞ্জন, বিষয়টি নিয়ে পরিচালক এবং প্রযোজকের মধ্যে জোর আলোচনা চলছে। খুব শিগগিরিই সিরিজের নামও ঘোষণা করে দিতে পারে প্রযোজনা সংস্থা। তবে সিরিজে নাকি বদলে যেতে পারে জ্যোতি বসুর নাম।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের পাশাপাশি সিরিজে নাকি সমান্তরাল ভাবে দেখানো হবে তার ব্যক্তিজীবনও।
১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসুর জন্ম হয়েছিল কলকাতায়। তবে তার পৈতৃক ভিটে নারায়ণগঞ্জের বারুদি গ্রামে। ২০১০ সালের ১৭ জানুয়ারি কলকাতার এক হাসপাতালে মারা যান প্রখ্যাত এই রাজনীতিবিদ।