শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

নতুন চেয়ারম্যান পেল ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড

নতুন চেয়ারম্যান পেল ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড

ঢাকা এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার। কিছুদিন ধরে একই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরও রুটিন দায়িত্বও পালন করে আসছিলেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।


আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই দুজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বোর্ডেই চেয়ারম্যানের পদটি শূন্য ছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান হিসেবে তাঁরা নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা গ্রহণ করবেন। তবে পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া বোর্ড কর্তৃপক্ষ তাঁদের বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তাঁরা বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। আর সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দিতে হবে।