শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

বাংলাদেশের করোনা পরিস্থিতি

বেড়েছে সংক্রমণ, সাড়ে তিনশর বেশি রোগী শনাক্ত

বেড়েছে সংক্রমণ, সাড়ে তিনশর বেশি রোগী শনাক্ত

বেড়েছে সংক্রমণ, সাড়ে তিনশর বেশি রোগী শনাক্ত

দেশে এক দিনে সাড়ে তিনশর বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ; সেই সঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণের হার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ জনের।

এর আগে সবশেষ ১৩ ডিসেম্বর ৩৮৫ জন কোভিড রোগী শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচেই ছিল।

মঙ্গলবার দেশে ২৯১ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় এক জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা বেড়েছে ৬১ জন। 

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন। তাদের মধ্যে ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৮১ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন।

গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৭১৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৯ শতাংশ ছিল।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩২টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।


ষাটোর্ধ্ব যে পুরুষ করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশের বাকি সাত বিভাগে গত একদিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কোভিডে মোট মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৫৩ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৩ লাখের বেশি রোগী।