পেশাদার বক্সিংয়ে সেরা বাংলাদেশের সুরো কৃষ্ণ ও আল আমিন

পেশাদার বক্সিংয়ে সেরা বাংলাদেশের সুরো কৃষ্ণ ও আল আমিন

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট - দ্য আল্টিমেট গ্লোরি আসরে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুরো কৃষ্ণ চাকমা এবং ৬৬ কেজি ওজনশ্রেণিতে আল আমিন চ্যাম্পিয়ন হয়েছেন।

 

৬১ কেজি ওজন শ্রেণিতে সুরো কৃষ্ণ চাকমা চার রাউন্ডের খেলায় নেপালের শক্তিশালী প্রতিপক্ষ মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়েছেন।

৬৬ কেজি ওজন শ্রেণিতে আল আমিন নেপালের চ্যাম্পিয়ন বক্সার ভারত চাঁদকে চার রাউন্ডের লড়াইয়ে হারান।

 

বিভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টে আরও অংশ নিয়েছেন ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া।