অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘রেহানা মরিয়ম নূর’

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই ‘রেহানা মরিয়ম নূর’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্র জায়গা পায়নি।

বুধবার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগের ১৫টি চলচ্চিত্রসহ মোট ১০ বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এ বছর বাংলাদেশ থেকে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা দেওয়া হয়।

এ বিভাগে মোট ৯২ দেশ থেকে ৯২টি সিনেমা জমা পড়েছিল।সেখান থেকে নির্বাচিত ১৫ সিনেমার মধ্যে রয়েছে-অস্ট্রেলিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়ামের ‘প্লেগ্রাউডন্ড’, ভুটানের ‘লুনানা: আ ইয়র্ক ইন দ্য ক্লাসরুম’, ডেনমার্কের ‘ফ্লি’, ফিনল্যান্ডের ‘কমপার্টমেন্ট নম্বর. ৬’, জামার্নির ‘অ্যাই অ্যাম ইউর ম্যান’, আইসল্যান্ডের ‘ল্যাম্ব’, ইরানের ‘আ হিরো’, ইতালির ‘দ্য হ্যান্ড অব গড’, জাপানের ‘ড্রাইভ মাই কার’, কসোভোর ‘হাইভ’, মেক্সিকোর ‘প্রেয়ারস ফর স্টোলেন’, নরওয়ের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, পানামার ‘প্লাজা ক্যাটেড্রাল’ ও স্পেনের ‘দ্য গুড বস’।


চলতি বছরের জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।

২০২১ সালের ১২ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।