শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

ভাড়া বাড়ানোর দাবীতে ৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরি ধর্মঘটের ডাক

ভাড়া বাড়ানোর দাবীতে ৩ জানুয়ারি থেকে সারাদেশে ট্যাংকলরি ধর্মঘটের ডাক

ভাড়া বাড়ানোর দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে এক মিটিংয়ে আগামী ৩ জানুয়ারি থেকে ধর্মঘটে যাওয়ার এই সিদ্ধান্ত নেন তারা।

তিনি বলেন, গত ৪ নভেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। কিন্তু ট্যাংকলরির ভাড়া বাড়ানো করা হয়নি। অথচ তেলের মূল্য বৃদ্ধির আগে থেকেই চ্যাসিস, ট্যাংকার, খুচরা যন্ত্রাংশ, আয়কর, শ্রমিকদের বেতন বাবদ ট্যাংকলরিতে বিনিয়োগ কয়েকগুণ বেড়েছে।


“আমরা ভাড়া বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বারবার চিঠি দিলেও আমলে নেওয়া হয়নি। ট্যাংকলরির প্রতি অবহেলা বিমাতাসুলভ। বর্তমানে লোকসানের মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরি বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।”

ভাড়া না বাড়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্র ঘোষিত এই সিদ্ধান্তের সঙ্গে খুলনা বিভাগীয় কমিটি একাত্মতা প্রকাশ করেছে।