শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

কোটি টাকার মাদক ফেলে পালালেন পাচারকারীরা

কোটি টাকার মাদক ফেলে পালালেন পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোররাত ও গতকাল রোববার দিবাগত রাতে টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপে নাফ নদী-সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির দাবি, উদ্ধার মাদকদ্রব্যের বাজারমূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা। তবে দুই অভিযান থেকে কোনো মাদক কারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, উপজেলার হ্নীলার দমদমিয়া কামালের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে বিজিবির সদস্যরা দুজন মানুষের হাঁটার আওয়াজ পান। এ সময় বিজিবি ওই দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাঁরা কেওড়াবাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গাছের ঝোপ থেকে কালো পলিথিনের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

একই দিন ভোররাতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালান আসার সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ির সদস্যরা বেড়িবাঁধ এলাকায় কৌশলে অবস্থান নেন। কিছুক্ষণ পর দু-তিনজন ব্যক্তিকে কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়িবাঁধের ওপরে উঠতে দেখেন বিজিবির সদস্যরা। এ সময় তাঁদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা বস্তাগুলো ফেলে দিয়ে পাশের গ্রামে ঢুকে যান। পরে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ ও ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।


লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ বা আইস ও মদ বিজিবির হেফাজতে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।