শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

তুরস্কে তুমুল বিক্ষোভ

এরদোয়ানবিরোধী নেত্রীর কারাদণ্ড

এরদোয়ানবিরোধী নেত্রীর কারাদণ্ড

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কট্টর সমালোচক ও বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির নেত্রী জানান কাফটানজিওলুর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রতিবাদে রাস্তায় নেমেছেন তার সমর্থকরা।

জানানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক মাধ্যমে এরদোয়ানকে “অপমান” করেছেন। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এরদোয়ান ও রাষ্ট্রকে অপমানের অভিযোগ আনা হয়েছে জানানের বিরুদ্ধে। তার শাস্তি ঘোষণার পরই হাজার হাজার মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

জানান তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিপিএইচ), ইস্তাম্বুল শাখার প্রধান এবং এরদোয়ানের অন্যতম প্রধানতম সমালোচক।

২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে এরদোয়ানের দলের ২৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে সিপিএইচ। এই সাফল্যে সবচেয়ে বড় অবদান ছিল জানানের কাফটানজিওলুর।

সমালোচকদের ধারণা, আগামী বছর তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে অভিযান চালাবে এরদোয়ান সরকার। সিপিএইচ নেত্রীর পাঁচ বছরের কারাদণ্ড তারই একটা অঙ্গ।

জানানের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, “অধিকার, আইন, ন্যায়।”