শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে

ঢাকা নগর পরিবহনের মাধ্যমে যাত্রা শুরু বাস ফ্যাঞ্চাইজি যুগের; চলবে ঘাটারচর-কাচপুর রুটে

দীর্ঘ আলোচনার পথ পেরিয়ে অবশেষে সড়কে নেমেছে ঢাকা নগর পরিবহনের বাস; কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত ২৮ কিলোমিটার রুটে চলতে শুরু করেছে একক কোম্পানির ৫০ বাস।

রোববার সবুজ রঙয়ের বাসগুলো যখন মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের বিআরটিসি ডিপো থেকে চলতে শুরু করলো ঢাকা সিটির দুই মেয়র যেন রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর ‘আশাকে’ সঙ্গী করে উঠে পড়লেন বাসে; শুরু হলো ‘ফ্র্যাঞ্চাইজি যুগের’।

খুশিতে কোলাকুলিও করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘ প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন। বাস ফ্র্যাঞ্চাইজির আওতায় পথ চলা শুরু হয় নবগঠিত ‘ঢাকা নগর পরিবহনের’ সবুজ রঙের বাসের।

শুরুতেই ঘাটারচর থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কাচপুর পর্যন্ত রুটে চলবে ৫০টি বাস; যেখানে রয়েছে বিআরটিসির ৩০টি ও ট্রান্সসিলভা পরিবহনের ২০টি বাস।

অনুষ্ঠানে জানানো হয়, শিগগির আরও কয়েকজন পরিবহন মালিকের বাস যুক্ত হবে এ রুটে।

ঢাকা নগর পরিবহন নামের কোম্পানি গঠনের মধ্যে দিয়ে শুরু এ কার্যক্রমে বর্তমানে এ রুটে চলাচলকারী অন্য কোম্পানির বাসও চলবে। তবে ৩১ জানুয়ারির পর অন্য বাস আর থাকবে না।