দেশ মাতৃকার স্বাধীনতার জন্য চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল সেই ইতিহাসকে ধারণ করে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাসের চলচ্চিত্র রূপ দিয়েছেন পরিচালক প্রদীপ ঘোষ।
এবছর প্রীতিলতার প্রয়াণ দিবসে মুক্তি পাচ্ছে সেই চলচ্চিত্রটি।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর বিপ্লবী রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামানিক।
২০২০ সালের অক্টোবরে শুরু হয় সিনেমার দৃশ্যধারণের কাজ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে ‘ভালোবাসা প্রীতিলতা’র উদ্বোধন করাতে চাইছেন পরিচালক। তিনি তারিখ দিলে সেপ্টেম্বরের ২৪ তারিখ সিনেমাটি মুক্তি দেবার সম্ভাবনা রয়েছে।
অচিরেই ‘ভালোবাসা প্রীতিলতা’র ট্রেলার প্রকাশিত হবে। জুন মাস থেকে শুরু হবে ক্যাম্পেইন।
চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব, ঐতিহাসিক ধলঘাট সহ চট্রগ্রাম বিদ্রোহের স্মৃতিবিজরিত স্থানগুলোতে দৃশ্যধারণ করা হয়েছে চলচ্চিত্রটির।