সিলেটের বানভাসি মানুষদের সাহাযার্থে ছাত্র ইউনিয়নের গণচাঁদা সংগ্রহ

সিলেটের বানভাসি মানুষদের সাহাযার্থে ছাত্র ইউনিয়নের গণচাঁদা সংগ্রহ

সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য গণচাঁদা সংগ্রহ করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বানভাসি মানুষদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেবার জন্য সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতা-কর্মীরা নগরের মিরপুর, গুলিস্তান, পল্টন এলাকায় গত ৩ দিন ধরে গণচাঁদা সংগ্রহ করছে।

গণচাঁদার পাশাপাশি সামর্থ্যবান মানুষেদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা।

এ বিষয়ে সংগঠনটির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজওয়ান হক মুক্ত বলেন, ‘আমরা বানভাসি মানুষের সহযোগিতার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। নগরের বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছি সহযোগিতার জন্য।‘

নগরের গুলিস্তানে গণচাঁদা সংগ্রহ

ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক লাভলী হক বলেন, ‘দেশের সকল প্রকার সংকট-দূর্যোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের বানভাসি মানুষের কষ্ট লাঘবের জন্য ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা সাধ্যমতো অর্থ সংগ্রহের চেষ্টা করছি। সংগৃহীত অর্থ দিয়ে দ্রুত সময়ের মধ্যে বন্যা কবলিত জায়গার ত্রাণ সামগ্রি পৌঁছে দিবো আমরা।‘

সংগঠনটির সাধারণ সম্পাদক দীপক শীল মুক্তি অনলাইনকে জানান, ‘সারা দেশের সংগঠনের নেতা-কর্মীরা অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেট অঞ্চলের বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রি পাঠানোর জন্য । সারা দেশের সংগৃহীত অর্থ দিয়ে বন্যা কবলিত জায়গায় আমরা স্থানীয় সংগঠনের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিবো।‘

সংগঠনের এই ত্রাণ কার্যক্রমে দেশের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।