শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

র‌্যাংকিংয়ে উন্নতি তামিম-মুশফিক ও লিটনের

র‌্যাংকিংয়ে উন্নতি তামিম-মুশফিক ও লিটনের

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের তামিম ইকবাল-মুশফিকুর রহিম ও লিটন দাসের।

শ্রীলংকা বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ১৩৩ ও মুশফিক ১০৫ রান করেন। নিজের ইনিংসটি খেলার সময় বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানও পূর্ণ করেন মুশফিক। ঐ ইনিংসে ৮৮ রান করেছিলেন লিটন। ফলে আইসিসি র‌্যাংকিং তালিকায় উন্নতি হয়েছে তামিম-মুশফিক ও লিটনের।

চট্টগ্রাম টেস্টের আগে তামিম ছিলেন ৩৩তম স্থানে। নতুন প্রকাশিত র‌্যাংকিং তালিকায় তামিম আছেন ২৭তম স্থানে। ছয় ধাপ উন্নতি হয়েছে তার। তার রেটিং ৬০৭।

চার ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। ৬১৭ রেটিং নিয়ে ২৫তমস্থানে মুশি। তিন ধাপ এগিয়েছেন লিটন। ২০ থেকে ১৭তমস্থানে উঠেছেন তিনি। তার রেটিং এখন ৬৬২। বর্তমান র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সবার উপরে আছেন লিটনই।

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক মোমিনুল হক। মাত্র ২ রান করেন তিনি। ফলে র‌্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। ৫০৮ রেটিং তার নামের পাশে রয়েছে।

চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার পক্ষে ১৯৯ রানের অসাধারন ইনিংস খেলেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাই র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উপরে উঠেন ম্যাথুজ। ৬৪১ রেটিং নিয়ে ২১তম স্থানে আছেন ম্যাথুজ।

টেস্ট র‌্যাংকিংয়ের ব্যাটিং তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনে। ৮৯২ রেটিং নিয়ে সবার উপরে তিনি।