শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক

ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক

আন্তঃব্যাংক নির্ধারিত হারের চেয়ে বেশি দরে ডলার কেনা-বেচা করায় ব্যাংকারদের দুই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক হবে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকটি হবে বাংলাদেশ ব্যাংকে।

বাফেদার নির্বাহী কমিটির সদস্য ও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও সরবরাহ নিয়ে ব্যাংকারদের সঙ্গে মতবিনিময় করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

“আমরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে দর নির্ধারণের বিষয়টি তুলে ধরব। বাফেদার পক্ষ থেকে কিছু প্রস্তাবও দেওয়া হবে।”

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে আন্তঃব্যাংকে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণ, বৈদেশিক মুদ্রার সরবরাহ, ঘোষিত বিনিময় হারের চেয়ে বেশি দরে আমদানি মূল্য পরিশোধের অভিযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ব্যাংকারদের সঙ্গে বৈঠকের আগে গত সপ্তাহে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।