শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন কারাদণ্ড

কাশ্মীরের প্রখ্যাত স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের রাজধানী দিল্লির একটি আদালত। সন্ত্রাসীদের অর্থ জোগান দেওয়ার মামলায় তার বিরুদ্ধে এ রায় দেওয়া হলো। বুধবার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামীদের মধ্যে অন্যতম হলেন ইয়াসিন মালিক। বর্তমানে নিষিদ্ধ সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান তিনি।

৫৬ বছর বয়সী মালিক গত সপ্তাহে সন্ত্রাস আইনে দোষী সাব্যস্ত হন। এর আগে অবৈধ ফান্ড গঠন, সদস্য সংগ্রহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

তবে বিচার চলাকালীন মালিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা।

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীর লিভারেশন ফ্রন্ট এক বিবৃতিতে জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কল্পিত, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

মালিক বিচারককে বলেছেন, স্বাধীনতা চাওয়াকে যদি অপরাধ মনে করা হয়, তাহলে এ অপরাধ ও পরিণতি গ্রহণ করতে আমি প্রস্তুত।