শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার নিন্দা বাম জোটের

ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার নিন্দা বাম জোটের

ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা, ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলা ও ঘোষণা দিয়ে প্রকাশ্য লাঠিয়াল বাহিনীর ভ’মিকায় অবতীর্ণ হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ ২৬ মে জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ(মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্যে এসব ঘটনা সংঘটিত হলেও তারা নির্বিকার। সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদত ছাড়া এধরনের ঘটনা ঘটতে পারে না।

বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত, গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান হয়।

সংবাদ বিজ্ঞপ্তি