শিরোনাম
কোটা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি ছাত্র ইউনিয়নের ‘‘স্থায়িত্বশীল নগরায়ন: সমস্যা ও সমাধান’’ বিষয়ক বাপা’র পুস্তিকা উম্মোচন ৬-৮ জুন ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন ফার্মগেটের আনোয়ারা উদ্যান ফিরিয়ে দিতে ৩০ দিনের আল্টিমেটাম কর্মসংস্থানবান্ধব বাজেটের দাবিতে যুব ইউনিয়ন এর সেমিনার সিপিবি’র “বাজেট : গণমানুষের ভাবনা” শীর্ষক আলোচনা সভা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি শ্রমিক শ্রেণীর অধিকার আদায় ও শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করুন তাপমাত্রা নিয়ন্ত্রণে বাপা’র ৮ দফা দাবী ১লা মে কিভাবে শ্রমিক দিবস হলো?

নাইজারের লেক শাদ দ্বীপপুঞ্জে সেনা অভিযানেঃ ৪০ জিহাদি নিহত

নাইজারের লেক শাদ দ্বীপপুঞ্জে সেনা অভিযানেঃ ৪০ জিহাদি নিহত

নাইজার সরকার বুধবার জানিয়েছে, লেক শাদে একটি দ্বীপপুঞ্জে রাতে সেনা অভিযানে বোকো হারামের ৪০ জিহাদি নিহত হয়েছে। খবর এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারামের প্রায় একশ’ যোদ্ধা কাঠের তৈরি চারটি বড় ডোঙ্গা এবং অস্ত্র ভর্তি একটি স্পীডবোটে করে এসে লেক শাদ দ্বীপপুঞ্জে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালায়।

মন্ত্রণালয় জানায়, সেখানে সৈন্যদের পাল্টা অভিযানে অনেক হামলাকারী নিহত হওয়ায় বাকিরা বাধ্য হয়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি অভিযানে প্রায় ৪০ যোদ্ধা নিহত হয় এবং সেখান থেকে গোলাবারুদ ও বিস্ফোরকের পাশাপাশি অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ অভিযানে সেনাবাহিনীর পক্ষে সাত সৈন্য আহত হয়। বিস্ফোরণে তাদের গাড়ি উড়ে যাওয়ায় তারা আহত হন।