শিরোনাম
যুব ইউনিয়নের সিলেট জেলা কমিটির দশম কাউন্সিল অনুষ্ঠিত সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা মাত্র চল্লিশে এ কেমন চলে যাওয়া! একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে হরতাল-অবরোধের ডাক বামজোটের শ্রমিক হত্যার বিচার দাবি বামজোটের গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী টিইউসির গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাতীয় সংসদ নির্বাচনে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ কেন প্রয়োজন? তুলসী লাহিড়ী’র চিরায়ত বাংলা নাটক "ছেঁড়া তার" : কিছু কথা

নাইজারের লেক শাদ দ্বীপপুঞ্জে সেনা অভিযানেঃ ৪০ জিহাদি নিহত

নাইজারের লেক শাদ দ্বীপপুঞ্জে সেনা অভিযানেঃ ৪০ জিহাদি নিহত

নাইজার সরকার বুধবার জানিয়েছে, লেক শাদে একটি দ্বীপপুঞ্জে রাতে সেনা অভিযানে বোকো হারামের ৪০ জিহাদি নিহত হয়েছে। খবর এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারামের প্রায় একশ’ যোদ্ধা কাঠের তৈরি চারটি বড় ডোঙ্গা এবং অস্ত্র ভর্তি একটি স্পীডবোটে করে এসে লেক শাদ দ্বীপপুঞ্জে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালায়।

মন্ত্রণালয় জানায়, সেখানে সৈন্যদের পাল্টা অভিযানে অনেক হামলাকারী নিহত হওয়ায় বাকিরা বাধ্য হয়ে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি অভিযানে প্রায় ৪০ যোদ্ধা নিহত হয় এবং সেখান থেকে গোলাবারুদ ও বিস্ফোরকের পাশাপাশি অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ অভিযানে সেনাবাহিনীর পক্ষে সাত সৈন্য আহত হয়। বিস্ফোরণে তাদের গাড়ি উড়ে যাওয়ায় তারা আহত হন।