টেস্টের পঞ্চম দিনে ৫৩ রানে ৫ম উইকেটের পতন হলো বাংলাদেশের। মুশফিকুর রহিম ২৩ রানে ফিরলেন কাসুন রাজিথার বলে।
এর আগে কাসুন রাজিথার বলে লিটন দাসকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন আম্পায়ার জোয়েল উইলসন। লিটন টিকে গেলেন রিভিউ নিয়ে। লেগ স্টাম্পে পিচ করা বল অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়ার মুখে ফ্লিক করার চেষ্টা করেন লিটন। কিন্তু টাইমিং করতে পারেননি ঠিকঠাক। বল যায় কিপারের গ্লাভসে। লঙ্কানদের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
লিটন রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। রিভিউয়ে দেখা যায়, ব্যাটে নয়, বল লেগেছে প্যাডে। লিটন তাই থেকে গেলেন ক্রিজে। তার রান তখন ৯।
আগের দিন উইলসনের তিনটি সিদ্ধান্ত বদলে গিয়েছিল রিভিউয়ে। শেস দিনের শুরুতেই আবার তার আরেকটি সিদ্ধান্ত টিকল না শেষ পর্যন্ত।