শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর জীবনাবসান

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর জীবনাবসান

শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। 

রোববার (২৬ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েচে। টুটুর বয়স হয়েছিলো ৯০ বছর।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে বলেছেন, ‘ডেসমন্ড টুটু এক অসামান্য ব্যাক্তিত্ব ছিলেন। আফ্রিকানদের একটি প্রজন্মের কাছে তার গ্রহণযোগ্যতা ছিলো। তার মৃত্যু আমাদের গোটা জাতির কাছে শোকের দিন। দক্ষিণ আফ্রিকার এক অধ্যায়ের সমাপ্তি হলো। এই দেশকে স্বাধীন করতে তার অবদান অনেক।’ 

বর্ণবাদবিরোধী আন্দোলনের এই নেতা ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পান। তার জনপ্রিয়তা কেবল দক্ষিণ আফ্রিকায় নয়, বিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে দক্ষিণ আফ্রিকায়।

ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গেও কাজ করেছেন। ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সরকারের বৈষম্যে নীতির অবসানের আন্দোলনে অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি।