শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

সিঙ্গাপুরে ওপেন জিমন্যাস্টিকসে রৌপ্য পদক জিতেছেন জিমন্যাস্ট আলি

সিঙ্গাপুরে ওপেন জিমন্যাস্টিকসে রৌপ্য পদক জিতেছেন জিমন্যাস্ট আলি

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের আলি কাদের হক। 

১৭তম সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ ২০২২ এ সিনিয়র পুরুষ বিভাগে ভল্টিং টেবিল ইভেন্টে আজ রৌপ্য পদক জয় করেন বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের আলি।

কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়ে ফাইনালে উন্নীত হওয়া আলি হাড্ডাহাড্ডি লড়াই করে সামান্য ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্য পদক জয় করেন। সিনিয়র বিভাগে নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই  দেশকে  পদক  এনে দিলেন আলি। 

গত ২৬ মে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক সিঙ্গাপুর, হংকং, চায়না, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বিভিন্ন দেশের জাতীয় দলসহ মোট  ২২টি দল অংশ গ্রহণ করে। 

আগামী জুলাইয়ে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস এবং এরপর  তুরস্কে অনুষ্ঠেয়  ইসলামি সলিডারিটি  গেমসের আগে  আলির এ পদক জয়  বাংলাদেশ জিমন্যাস্টিকস দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের  সভাপতি  শেখ বশির আহমেদ মামুন এক বার্তায় রৌপ্য পদক জয়ী  আলিকে  অভিনন্দন জানিয়েছেন।

আলির এ পদক জয়ে  এক অভিন্দন বার্তায়  মামুন বলেন, আশা করছি  বাংলাদেশের হয়ে  তার পদক জয়ের এ  ধারা  ভবিষ্যতে অব্যাহত থাকবে।  এ জন্য  জিমন্যাস্টদের  জন্য প্রয়োজনীয়  সব কিছু করবে  ফেডারেশন।

উল্লেখ্য, ফেডারেশন  সম্প্রতি  জাতীয় দলের জন্য দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ চো সুং ডংকে  কোচ হিসেবে নিয়োগ  দিয়েছে।  এ কোচের অধীনে অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে  স্বর্ণ পদক জয় করেছে দক্ষিণ কোরিয়া। 

আন্তর্জাতিক অঙ্গনে পদক জয় এবং  দেশের জিমন্যাস্টদের আরো উন্নতির লক্ষ্যে ডংকে কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন।