শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার একটি গির্জায় কয়েকশত মানুষের সমাগমের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে দেশটির দক্ষিণের রিভার রাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর রয়টার্সের।

ওই গির্জার গেইটে কয়েকশত মানুষ খাবার নিতে জড়ো হয়েছিলেন জানিয়ে ওই রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জো-কোকা বলেন, তারা সবাই একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে গেইট ভেঙে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

আগে থেকেই সেখানে অনেকে জড়ো হয়েছিলেন, যাদের কেউ কেউ ধৈর্য্য হারিয়ে দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করলে তা দুর্ঘটনায় রূপ নেয়, যোগ করেন তিনি।

ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

গার্ডিয়ান নাইজেরিয়ার খবরে বলা হয়েছে, কিংস অ্যাসেম্বলি নামের ওই গির্জায় দরিদ্রদের বিনামূল্যে খাবার ও উপহার বিতরণের এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।