শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার একটি গির্জায় কয়েকশত মানুষের সমাগমের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকালের দিকে দেশটির দক্ষিণের রিভার রাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর রয়টার্সের।

ওই গির্জার গেইটে কয়েকশত মানুষ খাবার নিতে জড়ো হয়েছিলেন জানিয়ে ওই রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জো-কোকা বলেন, তারা সবাই একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে গেইট ভেঙে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

আগে থেকেই সেখানে অনেকে জড়ো হয়েছিলেন, যাদের কেউ কেউ ধৈর্য্য হারিয়ে দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করলে তা দুর্ঘটনায় রূপ নেয়, যোগ করেন তিনি।

ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

গার্ডিয়ান নাইজেরিয়ার খবরে বলা হয়েছে, কিংস অ্যাসেম্বলি নামের ওই গির্জায় দরিদ্রদের বিনামূল্যে খাবার ও উপহার বিতরণের এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।