শিরোনাম
যুব ইউনিয়নের সিলেট জেলা কমিটির দশম কাউন্সিল অনুষ্ঠিত সমবেত কণ্ঠে নজরুলের "লৌহ কপাট" গাইলেন শিল্পীরা মাত্র চল্লিশে এ কেমন চলে যাওয়া! একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে হরতাল-অবরোধের ডাক বামজোটের শ্রমিক হত্যার বিচার দাবি বামজোটের গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবী টিইউসির গার্মেন্ট শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জাতীয় সংসদ নির্বাচনে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ কেন প্রয়োজন? তুলসী লাহিড়ী’র চিরায়ত বাংলা নাটক "ছেঁড়া তার" : কিছু কথা

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা শনিবার অন্তত ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে। সেনাবাহিনী ও রেডক্রস এ কথা জানায়।

সরেজমিন দক্ষ টিমের মাধ্যমে আঞ্চলিক সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা কিভু সিকিউরিটি ট্যাকার (কেএসটি) টুইটারে এক পোস্টে জানায়, হামলায় ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, ‘আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি।’

‘যখন আমরা সেখানে পৌঁছি, তখন অনেক দেরি হয়ে গেছে; এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক ডজনের বেশী বেসামরিক লোককে ছুরি দিয়ে হত্যা করেছে।’

তথাকথিত ইসলামিক স্টেট’র স্থানীয় সহযোগী, বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর বিরুদ্ধে অশান্ত পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে।

সামরিক মুখপাত্র বলেন, শনিবার ভোরে হামলার পর উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে সৈন্যরা আক্রমণকারীদের তাড়া করে এবং ৭ জনকে হত্যা ও ১ জনকে আটক করেছে।

এর আগে শনিবার দিনের শুরুর দিকে স্থানীয় রেডক্রস প্রধান ফিলিপ বোনানে মৃতের সংখ্যা ২৪ জন বলে জানান, তিনি লাশ স্থানান্তরের তদারকি করছিলেন।