শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা

কঙ্গোয় ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে বিদ্রোহীরা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা শনিবার অন্তত ২৭ বেসামরিক লোককে হত্যা করেছে। সেনাবাহিনী ও রেডক্রস এ কথা জানায়।

সরেজমিন দক্ষ টিমের মাধ্যমে আঞ্চলিক সহিংসতা পর্যবেক্ষণ সংস্থা কিভু সিকিউরিটি ট্যাকার (কেএসটি) টুইটারে এক পোস্টে জানায়, হামলায় ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশায়ি বলেছেন, ‘আমরা ভোরবেলা বেউ মানিয়ামা গ্রামে গুলির শব্দ শুনেছি।’

‘যখন আমরা সেখানে পৌঁছি, তখন অনেক দেরি হয়ে গেছে; এর মধ্যেই শত্রুপক্ষ এডিএফ আমাদের পক্ষের এক ডজনের বেশী বেসামরিক লোককে ছুরি দিয়ে হত্যা করেছে।’

তথাকথিত ইসলামিক স্টেট’র স্থানীয় সহযোগী, বিদ্রোহী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এর বিরুদ্ধে অশান্ত পূর্বাঞ্চলে হাজার হাজার বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে।

সামরিক মুখপাত্র বলেন, শনিবার ভোরে হামলার পর উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলে সৈন্যরা আক্রমণকারীদের তাড়া করে এবং ৭ জনকে হত্যা ও ১ জনকে আটক করেছে।

এর আগে শনিবার দিনের শুরুর দিকে স্থানীয় রেডক্রস প্রধান ফিলিপ বোনানে মৃতের সংখ্যা ২৪ জন বলে জানান, তিনি লাশ স্থানান্তরের তদারকি করছিলেন।