শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি বাড়লো ৩০০ টাকা

পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে


বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি বাড়লো ৩০০ টাকা

২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সূচি এগিয়ে শুরু হতে যাচ্ছে আগামী ৩০ জুলাই।

সেশনজট এড়াতে ২০২৩ সালের শুরুতেই নতুন শিক্ষার্থীদের ক্লাসে বসানোর পরিকল্পনা থেকে এই পরীক্ষার সময় এক মাস এগিয়ে আনা হয়েছে।

সোমবার অনলাইনে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এবার পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকাও করা হয়েছে।

 

ক ইউনিট বা বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে, বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই, মানবিকের ১৩ অগাস্ট এবং বাণিজ্যের পরীক্ষা ২০ জুলাই অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে আরেক সভায় তা অগাস্টে নেওয়ার সিদ্ধান্ত হলেও দিনক্ষণ ঠিক হয়নি।

এবার সাধারণ গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০টি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে।

গত মাসে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হলেও বিশ্ববিদ্যালয় দুটি এবারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়েছিল।