শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

উদীচী’র ২২তম জাতীয় সম্মেলন ২ জুন

উদীচী’র ২২তম জাতীয় সম্মেলন ২ জুন

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই শ্লোগান ধারণ করে আগামী ২ জুন ঢাকা মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হবে, সম্মেলন চলবে ৪ জুন পর্যন্ত।

জাতীয় সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২ জুন বিকেল ৪টায় ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন নির্যাতিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। অতিথি হিসেবে অংশ নেবেন নাট্যজন মামুনুর রশিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু কে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হবে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ ও ৪ জুন সকাল সাড়ে নয়টা থেকে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ৩ জুন সন্ধ্যা সাতটা থেকে মঞ্চস্থ হবে সাংস্কৃতিক পরিবেশনা।