শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

উদীচী’র ২২তম জাতীয় সম্মেলন ২ জুন

উদীচী’র ২২তম জাতীয় সম্মেলন ২ জুন

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই শ্লোগান ধারণ করে আগামী ২ জুন ঢাকা মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তন) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হবে, সম্মেলন চলবে ৪ জুন পর্যন্ত।

জাতীয় সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২ জুন বিকেল ৪টায় ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করবেন নির্যাতিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। অতিথি হিসেবে অংশ নেবেন নাট্যজন মামুনুর রশিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও লেখক ড. জাফর ইকবাল এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু কে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি শোভাযাত্রা বের হবে। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩ ও ৪ জুন সকাল সাড়ে নয়টা থেকে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। ৩ জুন সন্ধ্যা সাতটা থেকে মঞ্চস্থ হবে সাংস্কৃতিক পরিবেশনা।