শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধায় সিপিবি’র বিক্ষোভ

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি। দেশব্যাপী পক্ষকালব্যাপী চলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২জুন) সকাল ১১টায় সিপিবি’র জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেল গেটে এসে শেষ হয়। সমাবেশ পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মণ, মশিউর রহমান মইশাল, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। মানুষ আর স্বাভাবিকভাবে জীবনধারণ করতে পারছে না। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকার-গণতন্ত্র পুরুদ্ধারের লড়াই জোরদার করতে হবে।