শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

গির্জার বাইরে গুলিতে ৩ জন নিহত যুক্তরাষ্ট্রে

গির্জার বাইরে গুলিতে ৩ জন নিহত যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে একটি গির্জার বাইরে গাড়ি রাখার জায়গায় গুলি চালিয়ে দুই নারীকে হত্যার পর এক অস্ত্রধারী নিজে আত্মহত্যা করেছেন।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার আইওয়ার এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে এ ঘটনা ঘটে। সে সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল বলে স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানিয়েছেন।

নিউ ইয়র্কের বাফেলো, টেক্সাসের ইউভালডে এবং ওকলাহোমার টুলসায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণের পরপরই এই ঘটনা ঘটল।

একই দিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে শেষকৃত্যের অনুষ্ঠানে গুলিতে দুইজন আহত হন।

স্টোরি কাউন্টির ডেপুটি শেরিফ নিকোলাস লেনি জানান, কর্নারস্টোন চার্চের বাইরে গুলির খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, সেখানে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতদের পরিচয় বা তাদের মধ্যে সম্পর্ক কী সে বিষয়ে জানাতে পারেননি।

 

গত কয়েক সপ্তাহে বন্দুক হামলার বেশ কয়েকটি ঘটনা কাঁপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ১৪ মে নিউ ইয়র্কের বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকার একটি সুপারমার্কেটে শ্বেতাঙ্গ এক অস্ত্রধারীর গুলিতে ১০ জনের প্রাণ যায়।

২৩ মে ফিলাডেলফিয়ায় এক হাই স্কুল থেকে বের হওয়ার পরপরই তিন কিশোর গুলিবিদ্ধ হয়। তার আগের সপ্তাহে মিশিগান, লুইজিয়ানা ও টেনেসিতে হাই স্কুলের সনদ দেওয়ার অনুষ্ঠানে গোলাগুলির তিনটি ঘটনা ঘটে।

সবচেয়ে ভয়াবহ ছিল ২৪ মে টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে নির্বিচারে গুলি। সেখানে গুলিতে ২১ জনের প্রাণ যায়, যাদের মধ্যে ১৯ জন ওই স্কুলের শিক্ষার্থী।

সেদিনই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আরেকটি প্রাথমিক স্কুলের সামনে গুলিতে তিন শিক্ষার্থী আহত হয়।

এ ছাড়া বুধবার ওকলাহোমার টুলসায় অস্ত্রধারী এক ব্যক্তি হাসপাতালে ঢুকে গুলি চালিয়ে ৪ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।

পরদিন বৃহস্পতিবার উইসকনসিনের রেসিনে এক সমাধিস্থলে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারীদের ভিড়ে গুলি চালানো হয়। এতে দুইজন আহত হন।

সেসময় আহত একজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যজনকে মিলওয়াকি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি বলে রেসিনের পুলিশ সার্জেন্ট ক্রিস্টি উইলকক্স জানান।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করা গবেষক ডেভিড রিডম্যান বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গোলাগুলির ঘটনা রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, চলতি বছরের প্রায় প্রতিদিন কোনো না কোনো স্কুলে গোলাগুলি বা বন্দুকবাজির ঘটনা ঘটেছে।

এর মধ্যে টেক্সাসের প্রাথমিক স্কুলে ঘটা ভয়াবহ হত্যাকাণ্ড হতবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের ছোট ছোট ঘটনাগুলোর ‘দৈনিক মহামারী’ অনেকটা অলক্ষ্যেই থেকে যাচ্ছে।