শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

জয়পুরহাটে ইমামকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটে ইমামকে কুপিয়ে হত্যা

জয়পুরহাটের কালাইয়ে মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর-ইটাখোলা সড়কের করিমপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

নিহত ইমামের নাম মহসিন আলী (৩০)। তিনি উপজেলার বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মহসিন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

 

থানা-পুলিশ নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, মহসিন আলী গতকাল আসরের নামাজের আগে বাড়ি থেকে বের হন। তিনি একটি এনজিও কার্যালয়ে গিয়েছিলেন। এরপর তিনি আর রাতে বাড়িতে ফেরেননি। আজ সকালে করিমপুর-ইটাখোলা সড়কের করিমপুর এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্র আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কেন তাঁকে হত্যা করল, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।