শিরোনাম
চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শাহবাগে প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকীতে পড়বে গ্রামীণ মজুরদের কাজ, ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে মিরপুরে আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যার প্রতিবাদে মশাল মিছিল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেনা সিপিবিসহ চার বামদল জুলাই জাতীয় সনদের সর্বশেষ সংস্করণ সংশোধন না হলে স্বাক্ষর সম্ভব নয় আগুনে পুড়িয়ে মানুষ হত্যার তদন্ত ও বিচার করতে হবে  মিরপুরের আনোয়ার ফ্যাশন ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিপিবি ঢাকা মহানগর উত্তরের শোক ও সমবেদনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দিতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে - সিপিবি এই সনদে সংবিধানের চার মূল নীতিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৬ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৬ ডিগ্রি

তীব্র শীতে কাপঁছে দিনাজপুরসহ উত্তরাঞ্চল।  এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। 

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ। আগামী দুইদিন পর উত্তর, পশ্চিমাঞ্চলের দুই এক স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন জেলা আবহাওয়া অধিদপ্তর। 

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হয়েছে। 

এছাড়াও সৈয়দপুর ১১.২,  রাজারহাট ১০, রংপুর ১২.৮. ডিমলা ১০.৬ রাজশাহী ১২.৫, বদলগাছি ১১০.৮,যশোর ১৪.২, শ্রীমঙ্গল ১০.২, চুয়াডাঙ্গায় ১৪.৭, শ্রীমঙ্গলে ১০.২,  ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।


তিনি জানান, চলতি মাসের শেষের দিকে (২৯ ডিসেম্বর) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২/১ স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে নতুন করে একটি শৈত্যপ্রবাহ দেশের কতিপয় স্থানে বিরাজ করতে পারে।