শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র সমাবেশ

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র সমাবেশ

৯ জুন, ২০২২ বিকাল ৩ টায় একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরবর্তীতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায়, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতুসহ বিভিন্ন জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মোঃ ফয়েজ উল্লাহ বলেন, "আমরা দীর্ঘদিন যাবত শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছি। এই দাবি শুধু ছাত্র ইউনিয়নের দাবি নয়, এই দাবি সাধারণ শিক্ষার্থীদের দাবি। কিন্তু অতীতে কোন সরকারই সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি, বরং শিক্ষাকে সংকোচন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষার সংকোচন নীতিতে সবচেয়ে এগিয়ে। করোনা পরবর্তী অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ফিরিয়ে আনার কোন উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখি নি, তাই আগামী বাজেটে এই সকল বিষয়কে মাথায় রেখে বরাদ্দ নিশ্চিতের দাবি জানাই।"

সমাবেশের সঞ্চালনায় দীপক শীল বলেন, "বিজ্ঞান- প্রযুক্তি, ও তথ্য খাতকে আলাদা করে স্বতন্ত্রভাবে শিক্ষাখাতে ১৬ ভাগ বরাদ্দ দিতে হবে। শুভঙ্করের ফাঁকির মত সরকার তথ্য-প্রযুক্তি খাত শিক্ষার সাথে যুক্ত করে শিক্ষাখাতের ব্যয় বেশি দেখানোর নাটক করে যাচ্ছে। তাই আগামীদিনে শিক্ষা বাজেটের ২৫ ভাগ বরাদ্দের লক্ষে ২০২২-২৩ অর্থবছরে ১৬ ভাগ বরাদ্দের দাবি জানাই"।

এছাড়াও গবেষনা খাতে বরাদ্দ বৃদ্ধি সহ ক্রমবর্ধমান ভাবে শিক্ষা সরঞ্জামের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় উক্ত সমাবেশ থেকে এবং শিক্ষা সরঞ্জামের দাম কমানোর দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি বাহাউদ্দীন শুভ, সিলেট জেলা সংসদের সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী, পিরোজপুর জেলা সংসদের সভাপতি ইমন চৌধুরী সহ প্রমুখ। নামিয়ে আনবে উল্লেখ করে তিনি বাজেট সংশোধনের দাবি জানান।