কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বুধবার কুমিল্লা সিটির নির্বাচন

বুধবার কুমিল্লা সিটির নির্বাচন

রাত পোহালেই ভোট। কুমিল্লাবাসী নগরপিতা নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ২৯ হাজার ৯১৮ জন। আর তাই মঙ্গলবার (১৪ জুন) সকাল থেকেই ১০৫টি কেন্দ্রে একে একে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ। বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা।

 

এদিন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ৬৪০টি বুথে পৌঁছতে থাকে নির্বাচনী সরঞ্জামাদি। সেই সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর শেষ মুহূর্তের মহড়ায় অংশ নেন সদস্যরা।

পুলিশ সুপার জানান, ভোটের দিন নগরীতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। ১২ প্লাটুন বিজিবিসহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩ হাজার ৬০০ সদস্য।

নির্বাচনের পরিবেশ বজায় রাখতে র‌্যাবের ২৭টি টিম, ৩৯ জন ম্যাজিস্ট্রট, ৯ জন জুডিশিয়াল ম্রাজিস্ট্রেট, ৯টি স্ট্রাইকিং ফোর্স, ২৭টি মোবাইল টিম ও ২ট রিজার্ভ টিম মাঠে থাকবে।

৫৩.৪ বর্গকিলোমিটার সিটির ২৭টি ওয়ার্ড একযোগে ভোটগ্রহণ শুরু হবে বুধবার সকাল ৮টা থেকে। প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট দেবেন কুমিল্লাবাসী।