শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

বন্যার্ত অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তার দাবি ক্ষেতমজুর সমিতির

বন্যার্ত অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তার দাবি ক্ষেতমজুর সমিতির

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপািত অধ্যাপক ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা আজ এক বিবৃতিতে বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ দেশের প্রায় ১৪টি জেলায় বন্যায় সাধারণ মানুষ পানিবন্দী হয়ে অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। বানভাসী লাখ মানুষ ও তাদের গবাদিপশু আশ্রয়হীন ও খাদ্য সংকটে আছে। ইতিমধ্যে বানভাসী মানুষের ও গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ এসব মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের বানভাসি মানুষের পাশে থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ।