বন্যার্ত অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তার দাবি ক্ষেতমজুর সমিতির

বন্যার্ত অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তার দাবি ক্ষেতমজুর সমিতির

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপািত অধ্যাপক ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা আজ এক বিবৃতিতে বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ দেশের প্রায় ১৪টি জেলায় বন্যায় সাধারণ মানুষ পানিবন্দী হয়ে অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। বানভাসী লাখ মানুষ ও তাদের গবাদিপশু আশ্রয়হীন ও খাদ্য সংকটে আছে। ইতিমধ্যে বানভাসী মানুষের ও গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ এসব মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের বানভাসি মানুষের পাশে থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ।