শিরোনাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রার ডাক সিপিবি’র ৪ঠা নভেম্বর সংবিধান দিবস এবং ঐতিহাসিক ৭ই মার্চকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস পরিপন্থী : সিপিবি

ভারত প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে

ভারত প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি পেতে যাচ্ছে

ভারতের ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রুপদী মুর্মু (৬৪) প্রজাতন্ত্রের প্রথম উপজাতি নারী রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালাইয়েন্স (এনডিএ) ১৮ জুলাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ডে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতৃত্বাধীন এনডিএ এই নারী নেত্রীকে মনোনীত করেছে।

টিএমসি ও এনসিপিসহ ১৭টি বিরোধী দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহাকে (৮৪) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনিত করার কয়েক ঘন্টা পর ক্ষমতাসীন জোটের এই ঘোষণাটি এলো।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুর্মুরের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। কারণ, ক্ষমতাসীন এনডিএর পক্ষে অধিকাংশ ভোট রয়েছে।

উপজাতীয় নেত্রী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খন্ডের গভর্নর ছিলেন। নির্বাচিত হলে, তিনি প্রথম উপজাতি নারী হিসেবে শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবে।

এনডিএ’র রাষ্ট্রপতি প্রার্থী মনোনিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মুর্মু সমাজ সেবায় তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। আমি দৃঢ়বিশ্বাসী যে- তিনি একজন মহান রাষ্ট্রপতি হবেন।’

তার নাম ঘোষণা করার সময় বিজেপি সভাপতি জেপি নাড্ডা গণমাধ্যমকে বলেন, ২০ জনের মধ্য থেকে দৌপদী মুর্মুকে বেছে নেয়া হয়েছে। তাকে বাছাই করার আগে সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

তিনি আরো বলেন, ‘আমরা পূর্বাঞ্চল থেকে একজনকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেই এবং আজ পর্যন্ত উপজাতি সম্প্রদায় থেকে কোন নারীকে এই পদের জন্য বেছে নেয়া হয়নি। তাই, আমরা দ্রুপদী মুর্মুকে মনোনিত করেছি।’

৬৪ বছর বয়সী মুর্মুর বাড়ি উড়িষ্যায়। তিনি ঝাড়খন্ডের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে সাঁওতাল উপজাতি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রতিকূলতার সাথে লড়াই করে তিনি তার শিক্ষাজীবন সমাপ্ত করেন এবং শ্রী অরোবিন্দ শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষিকা হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। তিনি অবৈতনিকভাবে সেই চাকরি করেন।