করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে এক ব্যক্তি সংক্রমিত হয়েছেন। গত বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন। সংক্রমিত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ৫৬ বছর।
এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের অমিক্রন শনাক্ত হয়। অমিক্রনে আক্রান্ত দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) জমা পড়া এক নমুনায় এ তথ্য জানা গেছে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিসি) এই নমুনা সংগ্রহ ও এ–সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।