সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বানভাসি মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ, ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন, নড়াইলে শিক্ষক লাঞ্চনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বেলা ১২টায় গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতি বর্মন প্রমূখ। বক্তাগণ সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বানভাসি মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ, ক্ষতিগ্রস্তদের দ্রুত পূনর্বাসন, অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জোড় দাবি জানান। তারা সম্প্রতি নড়াইলে সাম্প্রদায়িক উস্কানিদাতা, শিক্ষক লাঞ্চনাকারি এবং সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যাকারীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।