শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল জানান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের টিলায় সোমবার সন্ধ্যায় তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়।
আহত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম জয়।
তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনের টিলায় এক ছাত্রী প্রথমে তাকে আহত অবস্থায় দেখতে পান।
সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, “আহত অবস্থায় বুলবুলকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রথমে নিয়ে গেলে তার সেন্স পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, "আমরা ঘটনাস্থলে এসেছি। সবাই কাজ করছি।"
ঘটনার বিস্তারিত বিষয়ে পরে ব্রিফ করে জানিয়ে দেওয়া হবে বলে জানান প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল।